ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে মোটর সাইকেল চাপায় আকমত মোল্যা (৫৫) নামের ১ কৃষক নিহত হয়।
নিহত আকমত মোল্যা শৌলডুবি গ্রামের মৃত আফতার মোল্যার ছেলে। জানা গেছে, মোটর সাইকেল চালক বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে সদরপুরে আসার সময় উক্ত পথচারিকে চাপা দিলে ঘঠনাস্থলে সে গুরুতর আহত হয়।
তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ঘাতক চালক পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল (ফরিদপুর-ঞ-১১-২৮২৬) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫