আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ২:৫৮ পি.এম || প্রকাশকাল : মার্চ ২৯, ২০২৫, ২:৪১ এ.এম
তানোরে জমিতে সেচ দেয়া নিয়ে সংঘর্ষ আহত ৯

আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) জমিতে সেচ দেয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় পাঁচ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে,এরা হলেন। জিয়া মৌলভী, আজিজুল ইসলাম, সাহাবুল ইসলাম, রনি ইসলাম ও শামিল লেকচার। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্প্রতিবার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতরা সকলেই বিএনপির নেতা ও কর্মী-সমর্থক বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
.
এবিষয়ে জানতে চাইলে চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, আজাদ গ্রুপের রনি, রাব্বানীর সঙ্গে জমিতে সেচ দেয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জের ধরে সন্ধ্যায় দুপক্ষের মারপিট হয়েছে। সভাপতি গ্রুপের লোকজন আওয়ামী লীগ পন্থি। তিনি বলেন, এর সঙ্গে ইফতার মাহফিলের কোনো সম্পৃক্ততা নাই। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপলক্ষে সমাজের অস্বচ্ছল ৩৩ জন ব্যক্তি ও একটি মাদ্রাসায় ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন আমাদের নেতা তানোর-গোদাগাড়ীর অভিভাবক মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
.
এবিষয়ে জানতে চাইলে চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, ইফতারের জন্য রিমন ইউপি ওলামালীগ নেতা জিয়া মুলভী, আজিজুল এবং সাহাবুলের মাধ্যমে রাতৈল বাজারের মুদি দোকানি দুরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু দুরুল চাঁদা না দেয়ার কারনে ইফতার শেষে জিয়া মুলভীর নেতৃত্বে তার মুদি দোকানে হামলা ভাংচুর ও লুট করে। তাদেরকে বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। এর মধ্যে চারজনকে আশংকা জনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
.
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, চাঁদা দাবির অভিযোগ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। কারণ যেই দোকানে ৫০ হাজার টাকার মালামাল নাই সেই দোকানে ৫০ হাজার টাকা চাঁদা দাবি পাগলেও করবে না। তারা বলেন, আওয়ামী প্রেতাত্ত্বারা মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কৌশলে নানা অপপ্রচার করেছেন। স্থানীয় ও ব্যক্তিগত বিরোধকে তারা বিএনপির ট্যাগ দিয়ে অপপ্রচার করছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha