রিপন সরকারঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম , পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, বীরমুুক্তিযোদ্ধা শাহাজাদা ও বীরমুুক্তিযোদ্ধা চাঁন মিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111