রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের ইতিহাসে এই প্রথম জেলা ও উপজেলা সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে নাটোর সাহারা প্লাজায় জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে ঐতিহাসিক এই অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
নিউজ টুয়েন্টি ফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাটোর জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম এর সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের নাটোর জেলা সিনিয়র রিপোর্টার মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, ৭১টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা ও এখন টিভির মাহবুব হোসেন সহ জেলা ও উপজেলা থেকে আগত সিনিয়র সাংবাদিকবৃন্দ।
বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য বজায় রাখতে ও সুস্থ সাংবাদিকতার চর্চা করতে সকলের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, সম্পাদক একে আজাদ সেন্টু, বাংলাদেশ প্রেসক্লাব লালপুর উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন জালাল, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, বাংলাদেশ প্রেসক্লাবের বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি ওমর ডি কস্তাসহ ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111