সাহিদা পারভীনঃ
যথাযথ মর্যাদার মধ্যদিয়ে বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহন করে।
প্রত্যুষে কালুখালী থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল পোনে ৯টায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো জাহেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কালুখালী থানা পুলিশের পক্ষে ওসি জাহেদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষে ডাঃ ইশরাত জাহান উম্মন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের পক্ষে শহিদুল ইসলাম, ইমরান খান, আবু সা্ঈদ,জুয়েল সরদার ও সাহিদা পারভীন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ১০ টায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে থানা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111