হুমায়ুন কবির তুহিনঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা দরবার হলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ মোতালেব (খোকন), নির্বাহী প্রকৌশলী আঃ মমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এম এ গফ্ফার।
এ সময় উস্থিত ছিলেন, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯টায় সদরপুর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ ছাড়াও বাদ যোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয় এবং উন্নত খাবার পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111