বাদশাহ মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
জানাযায়, উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রামের বিমলেন্দু তালুকদারের ছেলে মিঠু তালুকদারের ৭৮ শতাংশের একটি পুকুরে দীর্ঘদিন যাবত মাছ চাষ কর আসছেন। প্রতিবেশী শরথ তালুকদার এবং তার ভাই শতিষ তালুকদারের সাথে জায়গা জমি নিয়ে শত্রুতা চলছিল। রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের প্রায় ১০ মন বড় মাছ এবং প্রায় চার মন ধানি পোনা মারা যায়।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পুকুর পুকুরের মালিক মিঠু তালুকদার। মিটু তালুকদারের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে শরথ তালুকদার এবং শতিষ তালুকদার এরাই পুকুরে বিষ দিয়ে তার এহেন ক্ষতি সাধন করেছে।
স্থানীয়রা বলেন, শত্রুতা মানুষের সাথে মানুষের থাকতেই পারে কিন্তু মাছের সাথে এমন শত্রুতা কারোর থাকতে পারে না। এভাবে বিষ দিয়ে মাছ মেরে ফেলে ঠিক করে নাই। যারাই করে থাকুক তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
শতিষ তালুকদার মুঠোফোনে জানান, আমাদের জায়গা জমি নিয়ে মামলা চলমান, এজন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছে। এর সাথে আমরা জড়িত নাই। তবে যেই করুক তদন্ত পূর্বক শাস্তি হওয়া উচিত।
এবিষয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন জানান, অভিযোগ পেয়েছি, দুই মেম্বার স্থানীয় ভাবে সমাধান করতে চেয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111