বাদশাহ মিয়াঃ
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, নানান কর্মসূচির মধ্যে দিবসটি পালিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সকালে উপজেলার কেজি স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, মুকসুদপুর থানা, মুকসুদপুর আনসার বাহিনী, মুকসুদপুর ফায়ার সার্ভিস, বিএনসিসি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসময় প্যারেড পরিচালনা করেন মুকসুদপুর থানার এস আই আঃ হাকিম। কুচকাওয়াজ শেষে বিজয়ীদের এবং অংশগ্রহনকারী সকল দলকে পুরষ্কার প্রদান করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহমেদ, পল্লী বিদুৎ এর ডিজিএম তুষার আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, তথ্য কর্মকর্তা শতাব্দী বিশ্বাসসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111