মুস্তাফিজুর রহমানঃ
ফরিদপুরের চরভদ্রাসনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঐ দিন উপজেলা প্রশাসনের পক্ষ হতে মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, থানা অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মোঃ ফখরুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111