হানিফ উদ্দিন সাকিবঃ
আসছে পত্রি ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া এর পক্ষ থেকে।
এছাড়া ও মাদ্রাসার সদস্য দুবাই প্রবাসী মো: সিরাজ এর পক্ষ থেকে, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার (২২ মার্চ) সকালে সোনাদিয়া ইউনিয়নের পুর্বচরচেঙ্গা মানিক বাজারে অবস্থিত সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসায় অর্ধশতাধিক পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, আবুল হাশেম, সহ-সভাপতি, মাসুম মান্না, সেক্রেটারি, মোঃ আলাউদ্দিন, সহ-সেক্রেটারি, মোঃ বেলাল উদ্দিন, মাদ্রাসার জমি দাতা সদস্য মোঃ ফারুক, মাদ্রাসার প্রধান শিক্ষক, মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। প্রতিটি পরিবারকে কয়েক প্রকার সেমাই, চিনি, দুধ, নুডলস, কিছমিছ সহ বিভিন্ন ঈদ সামগ্রী প্রদান করা হয়।
সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম হাজী জিয়াউলহক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভূঁইয়া জানান সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে হাতিয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছে। তারই অংশ হিসেবে অসহায় দরিদ্র প্রতিবন্ধী ছাত্রছাত্রী মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে তাদের মুখে হাঁসি ফুটাতে আজকের এ আয়োজন। ভবিষ্যতে এসকল মানবিক কাজ অব্যাহত রাখাতে সংগঠনের সদস্যদের জন্য সকলের দোয়া কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111