এফ. এম আজিজুর রহমানঃ
ফরিদপুরের সালথায় কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরের উপজেলার বড়দিয়া কুমার নদে এই অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ।
জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে আজগর হোসেনের ড্রেজারের লেবার টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করে। এসময় দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ জানান, কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫