মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
২৫ মার্চ সকাল ১১ টায় গণহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রুবানা তানজিন, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোতালেব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এম এ গফ্ফারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ংকর। একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তান হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।
ছবিঃ সদরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫