আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার সোনাহাটের উত্তর ভরতের ছড়া গ্রামে ৮ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টাকারী আসামীকে অভিযোগের পর তাৎক্ষণিক গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
জানা যায়, গত ২৩ মার্চ ২০২৫ ইং তারিখে দুপুর আনুমানিক ১টার সময় উত্তর ভরতের ছড়া গ্রামে জনৈক নুর ইসলামের বাড়ির সামনে জমিতে ৮ বছরের এক শিশুকন্যা ঘাস কাটতে গেলে সাঈম (৫২) তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। ঘাস কাটার শিক্ষা দেওয়ার ভান করে শিশুটিকে সামনে বসিয়ে পিছন থেকে জামা-কাপড় খোলার চেষ্টা করে। শিশুটি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে এবং একপর্যায়ে চিৎকার করলে সাঈম পালিয়ে যায়। পরবর্তীতে গ্রামবাসী এসে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারকালে শিশুটির জামা ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। ভুক্তভোগী শিশুর মুখে বিস্তারিত শোনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে।
ভুক্তভোগীর মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা রুজু করলে পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ হারুনুর রশিদের সঙ্গী ফোর্স তাৎক্ষণিক অভিযুক্ত সাঈমকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল-হেলাল মাহমুদ বলেন, "পুলিশ সুপার (কুড়িগ্রাম) মহোদয়ের সার্বিক তদারকিতে নারী ও শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে ভূরুঙ্গামারী থানা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111