সেলিম সানোয়ার পলাশঃ
গোদাগাড়ী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ। সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা বুখারী শরীফ উপহার দিয়ে নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় ইউএনও ফয়সাল আহমেদ বলেন, "উপজেলার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালনা করা হবে।"
সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে হ্যালো প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, "গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে আমরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, যাতে জনগণ প্রকৃত সুবিধা পায়।"
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111