রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি না কিনে জোরপূর্বক বালু ভরাট করে দখলে নেয়ার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জমি মালিক ও এলাকাবাসী।
শনিবার ২৩ মার্চ বিকালে উপজেলা সদর ইউনিয়নের মুশুরী (চোরাব) এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী জমির মালিকরা। আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, টানমুশুরী উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন, মনোরঞ্জন সরকার, বাচ্চু ভূঁইয়া, মোঃ হাসেন আলী, রিতা রানী সরকার, শিমুল প্রমূখ।
ভুক্তভোগী জমির মালিক মনোরঞ্জন বলেন, রূপগঞ্জ ইউনিয়নের মুশুরী মৌজায় এস এ ১০ নং দাগ যাহার আরএস ২৫ নং দাগটি ক্রয় সূত্রে আমরা মালিক হয়ে সরকারের জমাভাগ ও খাজনাদি পরিশোধ করিয়া এযাবত কাল পর্যন্ত ভোগ দখলে আছি।
তবে ইউসুফ নামে এক ব্যাক্তি আরএস ২৬ নং দাগে সম্পত্তি ক্রয় করে। কিন্তু সে আমাদের ভোগ দখলিয় ২৫ নং দাগের সম্পত্তি দখলে নেয়ার উদ্দেশ্যে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতে আঁধারে জোর পূর্বক বালু দিয়ে ভরাট করছে। বালু ভরাট কাজে আমরা বাঁধা দিলে সে আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দেয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা এবং আমাদের পরিবারের সদস্যরা চরমভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি ।
এ জমির দাগে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত অত্র জমিতে ১৪৫ ধারা জারি করে। কিন্তু ইউসুফ বাহিনী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ওই জমির মালিকারা নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পিটিশন মামলা দায়ের করেছেন। আদালতের আদেশের প্রেক্ষিতে উভয় পক্ষকে শৃঙ্খলা বজায় রাখতে ১৪৫ ধারায় নোটিশ দেয়া হয়েছে এবং পরবর্তী শুনানিতে উভয় পক্ষের মালিকানা প্রমাণ করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে কেউ কোন ধরনের কাজ করে পারবেনা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111