আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় ঈদুল ফিতরের ঈদে অনুষ্ঠিত মেলার জন্য ওয়াকফ্ এষ্টটের মাঠ ১সপ্তাহের ইজারা প্রদান করা হয়েছে। রোববার(২৩-০৩-২০২৫) উন্মুক্ত ডাকে ওয়াকফ্ এস্টেটের মাঠ মেলার জন্য ইজারা দিয়েছেন মাজার পরিচালনা কমিটি। এবছর ইজারা দেওয়া হয়েছে ১২ লাখ টাকায়। সবোর্চ্চ ডাককারি হলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম।
জানা যায়, এবছর (২০২৫ইং) কমিটি কর্তৃক আরোপিত ১৯টি শর্ত সাপেক্ষে মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত ডাকে ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিলেন ৬৮ জন। এর মধ্যে সরাসারি ডাক হাকিয়েছেন ১৫ জন। প্রথম ডাক শুরু হয় ৮ লাখ টাকা থেকে। এবার মেলার অনুমতি পাওয়া গেছে ৭দিন। গত বছর ইজারা দেওয়া হয়েছিল ২৭ লাখ ৪০ হাজার টাকায়। ৮ লাখ টাকা বিডি জমা দিয়ে ডাকে অংশ নিয়েছিল ২০ জন। মেলার অনুমতি ছিল ১৪ দিন। সবোর্চ্চ ডাককারি ছিলেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক মামুন হোসেন।
মাজার পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, ডাকের সমুদয় অর্থ নগদ প্রদান,আইনশৃঙ্খলা ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখাসহ অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, যাত্রা, নাচ,গান,পুতুল নাচ, জুয়াখেলা, লটারি, অশ্লিল সিডি, অসামাজিক কার্যক্রম,মেলায় আগত ব্যবসায়ীদের কাছে ১শত টাকা ফুট (দের্ঘ্য-প্রস্থের গড়) হিসাবে ও আসবাবপত্র ক্রেতাদের নিকট শতকরা ৫টাকার বেশি খাজনা আদায় না করার নির্দেশনা দেয়া হয়। সবমিলিয়ে ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কার্যকলাপও ১৯ শর্তের তালিকায় রয়েছে।
ডাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজার পরিচালনা কমিটির সহ সভাপতি উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, বাঘা যাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির হোসেন, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তাবয়ায়ন অফিসার মাহমুদুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুস সালাম সহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়রা।
অভিযোগ রয়েছে শর্ত সাপেক্ষে প্রতিবছর ইজারা প্রদান করা হয়। কিন্তু শর্ত ভঙ্গ হলেও কোন পদক্ষেপ নেননা কর্তৃপক্ষ। ইজারাদার শফিকুল ইসলাম বলেন, শর্ত মেনেই ইজারা নিয়েছেন। শর্ত রক্ষা করে ধর্মীয় মেলার শৃঙ্খলা বজায় রাখবেন বলে জানান।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, এবার ৭দিনের মেলার অনুমতি রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে এমন কার্যকলাপ মেলায় চলতে দেওয়া হবেনা। তিনি জানান, মাজার পরিচালনা কমিটির সভাপতি হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
প্রসঙ্গত ঃ প্রায় ৫০০ বছর আগে সুদুর বাগদাদ থেকে ৫ জন সঙ্গীসহ ইসলাম প্রচারের জন্য বাঘায় এসেছিলেন ধর্মীয় আদর্শের দিক-নির্দেশনার মহৎ পুরুষ আব্বাসীয় বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহদৌলা (রঃ)। বসবাস শুরু করেন পদ্মা নদীর কাছে কসবে বাঘা নামক স্থানে। আধ্যাত্মিক শক্তির বলে ইসলাম প্রচারে ব্যাপক সাফল্য লাভ করেন। আধ্যাত্বিক দরবেশের ওফাত দিবসে প্রতিবছর আরবি শাওয়াল মাসের ৩ তারিখে ওরস অনুষ্ঠানের আয়োজন করেন মাজার কমিটি। আর ওরস উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111