মোঃ আরমান হোসেনঃ
গাজীপুরের কাশিমপুর গোবিন্দ বাড়ি এলাকায় ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা, গণহত্যা ও নির্বিচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দ বাড়ি দুইটি জামে মসজিদ ও গোবিন্দ বাড়ি একতা যুব সংঘের যৌথ আয়োজনে আজ জুম্মার নামাজের পর গোবিন্দ বাড়ি ঈদগাহ মাঠে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নির্মম আক্রমণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। তারা নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর চালানো হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর বিচার দাবি করেন। বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা গোবিন্দ বাড়ি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা জানান "ফিলিস্তিনি ভাইবোনদের ওপর ইসরাইলের এই বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা তাদের পাশে দাঁড়াতে প্রতিবাদে সামিল হয়েছি। বিশ্ব নেতৃত্বকে অবশ্যই এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে।"
এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজ ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
গোবিন্দ বাড়ি জামে মসজিদের ইমাম বলেন "ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষের রক্ত ঝরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ফিলিস্তিনি ভাইবোনদের জন্য দোয়া করি এবং তাদের মুক্তির জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই।" ফিলিস্তিনি সকল পণ্য ও ভারতীয় সকল পণ্য বর্জনেরও কথা জানান বক্তারা।
এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনি জনগণের প্রতি গাজীপুরবাসীর সংহতি ও সমর্থনেরই প্রতিফলন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111