মোঃ আরিফুল মিয়াঃ
ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখা এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস (মধুখালী উপজেলা শাখার) ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় শত শত ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে।
বক্তারা আরো বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। এই যুদ্ধে ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজাবাসী ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
ইসরায়েল নামক অমানবিক রাষ্ট্র একটি সন্ত্রাসী ও দখলদার। তারা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় যে গণহত্যা চালাচ্ছে, তা অবিলম্বে বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলটি মধুখালী রেলগেট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান মাঠের সামনে থেকে শুরু হয়ে পাট বাজার মোড় প্রদক্ষিণ করে মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।