ইব্রাহিম হোসেনঃ
দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম, মেধা আর লক্ষ্যে ফৌছানোর প্রত্যায়ে তৃতীয় বারের মতো ডিএমপির শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কারে ভূষিত হলেন রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান।
মোহাম্মদপুর থানায় পুলিশ পরিদর্শক তদন্তের দায়ীত্বভার গ্রহণের পরে এ থানার বিভিন্ন অঞ্চলের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এর উৎপাত, অপহরণ, সূত্রহীন চাঞ্চল্যকর হত্যাকান্ডের দ্রুততম সময়ের মধ্যে রহস্য উদঘাটন সহ আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমনে বিশেষ অবদান ও ভালো কাজে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরষ্কৃত হন তিনি।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার নিজেই।
পুরস্কার পেয়ে মোঃ হাফিজুর রহমান বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাত নিয়ন্ত্রণে রাখতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫