রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ি পুড়ে যাওয়া ভ্যানচালকের বাড়িতে আর্থিক সহায়তা ও খোঁজখবর নিতে ছুটে এলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। বুধবার (১৯ মার্চ) জরুরী ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে ছোরাপ মণ্ডলের ছেলে ভুক্তভোগী ভ্যানচালক মাজেদুল ইসলাম (৪৮)-এর বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের হাতে নগদ পাঁচ হাজার টাকা, তেল, চাউল, শুকনো খাবার ও কম্বল তুলে দেন ইউএনও। এ সময় তিনি তার বসতবাড়ি নির্মাণের জন্য টিন ও সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা রাতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভ্যান চালকের তিনটি বসতঘর, জমির দলিল ও আসবাবপত্র, নগদ টাকা, মুরগি, ছাগল ও উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়া উপজেলার মোহরকয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস খামারিকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ প্রকাশ করায় এসময় ভুক্তভোগীরা সময়ের প্রত্যাশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া আবেদনের প্রেক্ষিতে ঘর নির্মাণে সাহায্য করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111