আরিফুল মিয়াঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স আইরিন পারভীন (৫৫) ১৩ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মৃত্যুর কাছে সপে দিলেন নিজেকে।
মধুখালী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ৬ মার্চ বৃহস্পতিবার রাতের ডিউটি সেড়ে সকাল ৯টার দিকে মাগুরা সদর হাসপাতাল পাড়ার নিজ বাড়ীতে ফেরার উদ্দেশে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী সদর হাসপাতাল গেটের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ৫ চাকার ইট বোঝাই খেকো তাকে চাঁপা দিলে গুরুতর আহত হন। মধুখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ঐ দিনই উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
১৮ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ১৩ দিন মৃত্যুর সাথে লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কাছে হেরে যান আইরিন পারভীন। তার মৃত্যুর সংবাদ মধুখালী পৌছালে শোকের ছায়া নেমে আসে মধুখালী সদর হাসপাতালে কর্মরত সহকর্মীদের মাঝে।
আইরিন পারভীনের মৃত্যু নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111