সাহিদা পারভীনঃ
৩ মাদরাসা ছাত্রকে বলৎকারের চেষ্টা করায় এক শিক্ষক গ্রেফতার হয়েছে। বুধবার বিকালে কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসায় এ বলৎকারের ঘটনা ঘটে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৩)। সে খুলনার পাইকগাছার সোনাতন কাঠি এলাকার বেলজার হোসেনের ছেলে। বুধবার বিকেলে নিজ মাদরাসার ৩ ছাত্রকে বলৎকার করায় তার বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা হয়েছে। এক ছাত্রের মাতা মামলাটি দায়ের করে।
মামলা সুত্রে জানাগেছে, দীর্ঘ কয়েক বছর ধরে ওই শিক্ষক মাদ্রাসার ছাত্রদের কৌশলে বলৎকার করার চেষ্টা করে আসছিলো। কিন্তু ভয়ে ছাত্ররা প্রকাশ করে নাই। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে মঙ্গলবার রাতে আটক করে। পরে কালুখালী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ওই মাদরাসা শিক্ষককে ধরে থানায় নিয়ে আসে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা থানা পুলিশের খবর দিলে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করে নিয়ে আসি। পরে আজ বুধবার ভিকটিমের পরিবার থানায় এসে অভিযোগ দিলে মামলা রুজু করে আমরা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111