মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এম. রকিবুল হাসান এর সাথে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাংবাদিকগণ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ক্লাবের পক্ষ থেকে নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নিবার্হী অফিসার সাক্ষাৎকালীন আলোচনায় উপজেলা প্রশাসনের ভালো কাজগুলোয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গঠনমূলক সমালোচনা করতে উৎসাহিত করেন।
এম. রকিবুল হাসান গত ১৯ডিসেম্বর ২০২৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় নির্বাহী অফিসার পদে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)'র সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও দি, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি মুন্সী সাদেকুর রহমান শাহীন সাংবাদিক পক্ষের নেতৃত্ব প্রদান করেন।
এসময় ক্লাবের সভাপতি ও দৈনিক বাংদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মোজাহারুল হক বাবলু, সহ-সভাপতি ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রশিদ চৌধুরী (আছাব), দপ্তর সম্পাদক ও দৈনিক বাংলার জাগরণ পত্রিকার প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ মোস্তফা জামান, ক্লাবের অর্থ সম্পাদক ও প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আনিচুল ইসলাম (জার্মান), দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব উর রহমান, দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ চন্দ্র বিশ্বাস, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিনিধি বিল্লাল হোসেন সহ সাংবাদিক আবির হোসেন, হুসাইন আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালীন আলোচনায় ক্লাবের সভাপতি মোজাহারুল হক বাবলু নিবার্হী অফিসারের সকল ভালো উদ্যোগগুলোয় সহযোগিতা ও উন্নয়ন মূলক কাজের ব্যাপক প্রচারের বিষয়ে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111