মানিক কুমার দাসঃ
ফরিদপুরের কমলাপুরে ডিআইবি বটতলা হতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল আনুমানিক ৮ঃ৩০ মিনিটে ফরিদপুর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের (কালী মন্দিরের বিপরীতে )
বদরের পুকুর থেকে মুক্তার হোসেন (৫৩), পিতা : আব্দুর রাশেদ, নামে ভাসমান অবস্থায় উক্ত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুকুর পাড়ের নিজ জমিতে কাজ করতে এসে স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার হার্টে পূর্বে থেকেই তিনটি রিং পনো ছিল পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটিকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।