ফরিদপুরের আলফাডাঙ্গাতে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা দেওয়ার উদ্দেশ্যে আলফাডাঙ্গা পৌরসভার উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুর রহমান।
মেয়র জানান, ‘পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে যে কোন রোগী সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যেন কোন রোগীর মৃত্যু না হয় এ জন্যই তিনি পৌরসভার উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু করেছেন। যতদিন করোনার সংক্রমণ থাকবে পৌরসভা থেকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হবে বলে জানান মেয়র।’
তিনি আরও বলেন,‘ করোনা আক্রান্ত কোন রোগীর অক্সিজেনের প্রয়োজন হলে আমাদের হটলাইনে ফোন করলে স্বল্প সময়ের মধ্যে রোগীর কাছে আক্সিজেন পৌঁছে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম আকরাম হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল আলীম সুজা, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান ও ওসি ওয়াহিদুজ্জামান প্রমুখ।
জরুরী প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ পেতে হটলাইন ০১৭১২২৮৯৫২২ ও ০১৮১০১৫৮৭১৪ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পৌরসভার অক্সিজেন ব্যাংক কর্তৃপক্ষ।
প্রিন্ট