আবদুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম (৫৫) নিহত হয়েছে। সে উপজেলার রহনপুর পৌর এলাকার নূনগোলা মহল্লার নূর মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে।
আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ আইনুল হক জানান, বিকেল ৩টায় সময় রাজশাহী হতে ছেড়ে আসা রহনপুর অভিমুখী কমিউটার ৭৭নং ট্রেনটি আনুমানিক সাড়ে ৪টার দিকে রহনপুর রেল স্টেশন থেকে ২ কিলোমিটার আগে হিরুপাড়া চাঁনপুর রেল ক্রসিং এ একটি ট্রাক্টর রেল লাইন পার হতে গিয়ে আটকিয়ে যায়।
এ সময় ট্রেনের সাথে সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111