মানিক কুমার দাসঃ
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় রনি (৩২) শেখ নামক এক যুবকের মৃত্যু হয়েছে । তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামের মৃত মোস্তফা শেখের ছেলে।
আজ মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া নামক স্থানের রেললাইনে এঘটনা ঘটে ।
ভাঙ্গা রেলওয়ে পুলিশের কনস্টেবল মোঃ কামরুজ্জামান জানান, সকাল ৯ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এর ধাক্কায় সে মারা যায়। লাশ উদ্ধার করা হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫