মানিক কুমার দাসঃ
অপহরণ মামলার আসামী সায়েম (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-১০ । এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা অনুমান ৬.৩০ মিনিটের সময় ভিকটিম (১৮) তার পিতার বাড়ি হতে শ্বশুরবাড়ি যাওয়ার পথিমধ্যে মুন্সীগঞ্জের লৌহজং থানার বাগবাড়ী এলাকায় আসামী সায়েম শেখ (২৫) অপরাপর আসামীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম (১৮) এর ভাই বাদী হয়ে মুন্সীগঞ্জের লৌহজং থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামী আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিম উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক ৫.৫০ মিনিটে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর চকবাজার থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং থানার মামলা নং- ০২, তারিখ- ১৭/০২/২০২৫, ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর এজাহার নামীয় পলাতক আসামী সায়েম শেখ (২৫), পিতা- মো: গফুর শেখ, সাং- মধ্যে পাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ‘কে গ্রেফতার করে এবং তার তথ্যমতে ভিকটিম (১৮)’কে রাজধানীর মিরপুর হতে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী ও ভিকটিম’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111