রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার রুপপাত ইউনিয়নের সহস্রাইল কালিনগর সড়কে কাটাগড় দেওয়ান শাগীরশাহ্ মাজারের সামনে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী এ মানববন্ধনে অংশ নেয়।
এর আগে, সোমবার (১৭ মার্চ) মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে সহস্রাইল বাজারে বিএনপির একাংশ কৃষকদল নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করে।
বিএনপির উভয় গ্রুপের মানববন্ধনের কারণ হিসেবে জানা গেছে বোয়ালমারী উপজেলার ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক প্রায় পাঁচ'শ বছরের পুরনো ঐতিহ্যবাহী কাটাগড় দেওয়ান শাগীর শাহ মাজারের মেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যের সংঘর্ষ হয়। পরে তারা এ পাল্টাপাল্টি মানববন্ধন করেন।
মঙ্গলবারের এ মানববন্ধনে বক্তরা বলেন, আমাদের নেতা খন্দকার নাসিরুল ইসলামের জন প্রিয়তা দেখে বিএনএমএর কিছু দালাল কথিত বিএনপি নামধারীরা কুরুচিপূর্ণ মন্তব্য করে নানা ধরণের প্রোপাগাণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। তবে তাদের জানা উচিত বিগত ১৬ বছর আওয়ামী লীগের আমলে কারানির্যাতিত নেতা খন্দকার নাসিরুল ইসলামের উপর নানা রকমের হামলা মামলা করা হয়েছিল। তবুও তিনি বিএনপির রাজনীতি ছেড়ে কোথাও যায়নি। এমনকি গত জুলাই গণঅভ্যুত্থানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে অমানবিক নির্যাতন করেছিল ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলার যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর, পৌর যুবদলের সদস্য সচিব মো.আল আমিন হোসেন, ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মো. সাকিব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক সাদাপ বীন দীপ, মো. জাকারিয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111