ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুরে সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় সময় উপজেলা প্রশাসনের আয়েজনে উপজেলা নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা সভাপতিত্বে আগামী ২৫-শে মার্চ "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আরএমও) অফিসার ডাঃ ফারহানা ইয়াসমিন শিখা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার এমএ আব্দুল মান্নান, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা পল্লী বিদ্যুৎ এজিএম শওকত আরা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার আব্দুল মজিদ, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম প্রমুখ।
উক্ত সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও উদযাপনের পরিকল্পনা এবং দায়িত্ববণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111