রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সভায় সিদ্ধান্ত হয় ঈদের দিন জাতীয় পতাকা উত্তোলন, ঈদের প্রধান জামাত উপজেলা মডেল মসজিদ ও লালপুর থানা মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। হাসপাতাল, হাজতখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সেই সাথে বিনোদন কেন্দ্র গ্রিনভ্যালি পার্কে এতিম ও দুস্থ পথশিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫