মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে বালু তোলার দায়ে এক যুবকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার বিকেল 8টার দিকে সদরপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন অবৈধভাবে নদ থেকে মাটি তোলার সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। চরনাছিরপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের পদ্মা-আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাটি খননযন্ত্র ড্রেজার জব্দ করে এক যুবক কে এক মাসের জেল দেওয়া হয়েছে। অভিযানে ওই নদ এলাকা থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে।
ওই সময় ড্রেজার চালক রাজীব(২৫) কে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটককৃত রাজীব পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র। আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজারের সাথে যুক্তকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবানা তানজিন জানান, নদী থেকে অবৈধভাবে মাটি তোলায় ফসলী জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫