মোঃ আলম মৃধাঃ
নরসিংদীতে দুইটি বিদেশি পিস্তল, গুলিসহ দুইজনকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ। গত (১৫ মার্চ) শনিবার সন্ধায় একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগী বাজার সংলগ্ন কুহিনুরের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন, শিবপুর সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ রায়হান সরকার।
আটককৃতরা হলো, শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মন্তাজ উদ্দিন (মমতাজের) ছেলে মামুন প্রধান (৩৫), ও একই এলাকার চাকবাড়ীর দেলোয়ার হোসেন খানের ছেলে আজিম খান। এই সময় দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি পালসার মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।
জানা যায়, শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চঙ্গভান্ডা এলাকায় অবৈধ অস্র বিক্রির জন্য ওইখানে লোকজন আসছে। এমন তথ্যের ভিত্তিতে মনোহরদী থানার (ওসি) মোঃ আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মেহেদী হাসান, শাহিনুর আলম, আবেদ আলীসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মামুন ও আজিমকে আটক করা হয়। ওই সময় তাদের সাথে থাকা আরো কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় আজ (১৬ মার্চ) তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় অস্ত্র আইনে একটি মামলার হয়েছে, মামলা নাম্বার- ১০/২৫ইং।
এ বিষয়ে শিবপুর সহকারী পুলিশ সুপার সার্কেল মোঃ রায়হান সরকার বলেন, আটককৃত দুইজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজ করার উদ্দেশে আগ্নে অস্ত্র পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্য আসছিল, প্রাথমিক জিজ্ঞাসা বাদে এমনটাই আমরা জানতে পারি। এই চক্রের পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111