ইনামুল খন্দকারঃ
মধুখালী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইফতার মাহফিলে মধুখালী উপজেলা প্রেসক্লাবে সভাপতি মিজানুর রহমান সরদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি রাজিবুল ইসলাম রাজিব এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর জাতীয়তাবাদী কৃষকদলের আহব্বায়ক নুরনবী মিয়া, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম, পৌর কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী ফকির, উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওলানা রাজিবুল ইসলাম, পৌর জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মাহবুব তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইনামুল খন্দকার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা ইহসান হাবিব খেলাফত আন্দোলনের উপজেলা সহ- সভাপতি মাওলানা কবির বিন সাঈদ প্রমূখ।
এসময় উপস্থিত বক্তরা বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক, এদেরকে সমাজের দূর্ণীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেটা লিখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111