মোঃ আলম মৃধাঃ
নরসিংদীতে ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ মার্চ) শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের বিচার দ্রুত না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত বিচার ব্যবস্থাসহ ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজব্যবস্থা ভেঙে পড়বে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান, পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক আমিনুল আশ্রাফহষসহ জেলার গুণীজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় মানবন্ধনে প্রতিনিয়ত স্লোগান দিতে থাকেন, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে। প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111