ইসমাইল হােসেন বাবুঃ
রাজশাহী স্টেশনে ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (১৫ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী স্টেশনের ম্যানেজার শহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে ওয়াশপিট থেকে একটি ট্রেন বের হচ্ছিলো। অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল। এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। কোনো ট্রেনেই যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, যেহেতু ট্রেনটি পদ্মা এক্সপ্রেসের লাইনে পড়েছে তাই রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫