আলিফ হোসেনঃ
রজশাহীর তানোরে স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুত্রের করা মামলায় বাবাকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার নিজ পুত্রবধূকে শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়ি ঘিরে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেন। পরে মামলা দায়ের হলে তাকে আটক দেখানো হয়।আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৪০)। তিনি উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
এদিকে মামলা সুত্রে জানা গেছে,, হাবিবুর রহমানের পুত্র রবিউল ইসলাম (২০) প্রতিদিনের মতো গত বুধবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হয়ে যান। তিনি বেরিয়ে যাবার পর অভিযুক্ত হাবিবুর রহমান তার পুত্রবধূকে শোবার ঘরে ডেকে নেন। এ সময় ওই নববধূর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন এবং মুখ চেপে ধরে তার কাপড় খুলতে ও তাকে বিছানায় শোয়াতে চেষ্টা করেন। এ সময় ওই নববধূর পরনের জামা ছিঁড়ে যায়। একপর্যায়ে বাড়ির আশপাশে মানুষের উপস্থিতি টের পেলে হাবিবুর রহমান তার পুত্রবধুকে ছেড়ে দেন।
এই ঘটনার পর হাবিবুরের পুত্রবধু ওই বাড়ি থেকে বের হয়ে তার বাবার বাড়ি চলে যান। নববধূর বাবা অভিযুক্ত হাবিবুরের ভায়রা (আত্মীয়)। এদিকে হাবিবুরের পুত্র রবিউল বুধবার বিকেলে বাড়িতে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রী বাড়িতে নেই। পরে তিনি তার শ্বশুরবাড়িতে গিয়ে নববধূর সঙ্গে কথা বলে সব জানতে পারেন।এ ঘটনায় নিজের বাবা হাবিবুর রহমানের নামে তানোর থানায় লিখিত এজাহার দেন তার পুত্র রবিউল ইসলাম।। যার মামলা নম্বর ১৬। গত শুক্রবার পুলিশ গিয়ে হাবিবুর রহমানকে তার বাড়ি থেকে আটক করেছেন। এই মামলায় অভিযুক্ত হাবিবুরের স্ত্রীকেও সাক্ষী করা হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত হাবিবুর রহমান জানিয়েছেন তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডাকে কথা বলার একপর্যায়ে তার হাত ধরেন। তবে পুত্রবধুর দাবি তার শ্লীলতাহানি করা হয়েছে। ধারা ১০ নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) যৌন নিপীড়ন অপরাধে আসামিকে আটক করা হয়েছে। শনিবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111