খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং খোকসা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম রানা ১৩ই জুলাই মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা উত্তরার হাই-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গত ১৭ জুন স্টোক জনিত কারণে ঢাক চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ হওযায় তার মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় শোমসপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশন এর দাফন কমিটি দল শোমসপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করেন।
তার জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব জাফর হোসেন খান, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।
তার মৃত্যুতে খোকসা সরকারি কলেজ অধ্যক্ষ, খোকসা প্রেসক্লাব, খোকসার দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha