তালপট্টি খালের গুরুত্বপূর্ণ এই পাকা ব্রীজটি ভেঙ্গে পড়ায় এখন বিকল্প পথে বাড়তি কয়েক কিলোমিটার পথে ঘুরে চলাচল করতে হচ্ছে লোকজনকে।
ওই এলাকার অধিকাংশ নারী ও পুরুষ মোংলা ইপিজেড ও বন্দরসহ বিভিন্ন কলকারখানায় চাকুরি করেন। তাদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে।মিঠাখালী ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার জানান, 'ঠোটারডাঙ্গা গ্রামের তালপট্টি খালের পাকা ব্রীজটি ভেঙ্গে পড়ায় বিষয়টি এলজিআরডি কে জানানো হয়েছে। এছাড়াও যাতায়াতের জন্য বাঁশ দিয়ে চার দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111