সাহিদা পারভীনঃ
যথাযথ মর্যাদা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার রাজবাড়ীর কালুখালী উপজেলার শিবানন্দপুর রাধা গোবিন্দ মন্দিরে দোল উৎসব পালিত হয়েছে। দোল উপলক্ষে সকাল থেকে পূজা শুরু হয়।
দুপুরে প্রসাদ বিতরন পর্ব শেষ হয়। পরে দোল পূজার ঐতিহ্যবাহী আবির খেলা শুরু হয়। এ খেলায় একে অপরের গায়ে রং মাখিয়ে উৎসবের আমেজ ছরিয়ে দেয়।
এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আয়োজক কমিটির সদস্য মৌ ঘোষ জানায়, ৭০ বছর ধরে আমাদের এ মন্দিরে পুজা ও প্রসাদ বিতরন শেষে আবির মাখা উৎসব পালিত হয়। আমরা এ উৎসব পালন করে খুব মজা পাই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111