সাদ্দাম উদ্দিন রাজঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি মনোহারি দোকানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের সূর্যের মোড় বাজারে এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টার দিকে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী সালাহ উদ্দিন চুরির বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী সালাহ উদ্দিন রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
সালাহ উদ্দিন জানান, "রাতের আঁধারে চোরেরা আমার দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের চেক বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি রাজস্ব স্ট্যাম্প, এটিএম কার্ড, ব্যবসায়িক রেজিস্ট্রেশন সনদ, মোবাইল সিমকার্ডসহ প্রায় সাত-আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চুরির ফলে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাজারে দিন দিন চুরির ঘটনা বেড়ে চলেছে। দিনে-দুপুরে এমন ভয়াবহ চুরির ঘটনায় তারা আতঙ্কিত। বাজারের অপর ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন, "চুরির ঘটনা আমাদেরকেও চিন্তিত করে তুলেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।"
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, "ভুক্তভোগীর অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111