এস.এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় বুধই শেখ নামে একজনকে প্রধান করে ৪জনকে আসামী করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মো. মাহমুদুল হাসান। এর আগে বুধবার দিবাগত রাতে শিশুটির বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে গত মঙ্গলবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী বাড়ির পশ্চিম পাশে মাঠে খেলতে যায়।
এ সময় সেখান থেকে একই ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বুধই শেখ (৬১) শিশুটিকে কৌশলে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বুধই শেখ ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে ওইদিন রাতে শিশুটির বাবাসহ অভিভাবকরা বুধইয়ের কাছ থেকে জানতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়।
পরে শিশুটির বাবা বাদি হয়ে বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১১।
এ ঘটনায় বুধই শেখকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়। মামলার আসামীরা হলেন, বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)। মামলার পর থেকে বুধই শেখ পলাতক। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান বলেন, ধর্ষনের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111