রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় আগ্নেয় অস্ত্রসহ ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে (৩৫) আটক করে পুলিশ।
জানা যায়, উপজেলার মোহরকয়া গ্রামের শহিদুল মণ্ডলের ছেলে মোঃ আলম মণ্ডলের (৫০) সাথে কিছুদিন ধরে তার স্ত্রী বেলির মনোমালিন্য চলে আসছিল। গত বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য আলমের শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে আসলে আলোচনার একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় বেলির চাচাতো ভাই সাকিব আলমের বাড়িতে আটকা পড়েন। পরে বালিতিতা ইসলামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ তাদেরকে উদ্ধার করতে গেলে তিনিও আটকা পড়েন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক বলেন, আলমের আত্মীয় স্বজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান আরিফকে একটি দেশীয় আগ্নেয় অস্ত্রসহ (রিভলবার) আটক করে পুলিশ। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।