হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে তমরদ্দি রোড়ের হাতিয়া প্রাইভেট হাসপাতাল সংলগ্ন খালে অবৈধভাবে ঘর নির্মাণ অবস্থায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থাপিত হাতিয়া তমরদ্দি রোড়ে হাতিয়া প্রাইভেট হাসপাতাল সংলগ্ন খালে অবৈধভাবে ঘর নির্মাণের বিষয়টি উঠে আসে। সাথে সাথে যৌথ বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী শামীম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাজী শামীম, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা, নৌবাহিনীর সহকারী কন্টিনজেন্ট কমান্ডার হাতিয়া লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান, কোস্টগার্ড স্টেশন কমান্ডার আকতার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, যারা অবৈধভাবে খাল দখল করে ঘর নির্মাণ করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।