প্রদীপ্ত চক্রবর্তীঃ
চট্টগ্রামের পটিয়ায় মুহম্মদ এরশাদ (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১২ই মার্চ হাইদগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এরশাদ পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের কালা মসজিদ এলাকার ওসমান বৈদ্যর বাড়ির বজল আহমদের ছেলে। পেশায় সে একজন রাজমিস্ত্রি।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111