আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৮:২৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৩, ২০২১, ৬:৫৬ পি.এম
পাংশায় ছাত্রলীগের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার ১৩ জুলাই বিকেলে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ভার্চুয়ালেযুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মসূচির সফলতা কামনা করে এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের গুরুত্বারোপ করে ভার্টুয়ালে বক্তব্য দেন বিশেষ অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ও রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফীউদ্দিন পাতা ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ।
স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা। পাংশা ডাকবাংলো চত্বরে মঙ্গলবার বিকেলে “হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি” স্লোগানকে সামনে রেখে করোনা মোকাবেলায় দিনরাত ২৪ ঘন্টা জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে হটলাইনের মাধ্যমে টেলি মেডিসিন সেবা, সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরী ঔষধ সরবরাহ, জরুরী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha