আব্দুস সালাম তালুকদারঃ
জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্থানান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার পরিষদের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পরিচয়পত্র স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এদিকে জিয়াউর রহমান, মহরোমি খাতুন সহ সেবা গ্রহীতারা জানান, হঠাৎ এমন কর্মবিরতির কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছেন তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আওয়ালসহ নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।