রাশিদুল ইসলাম রাশেদঃ
রমজান উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় ধুপইল বাজারে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে লালপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ভেজাল পশু খাদ্য বিক্রয়ের অপরাধে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী একজনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৯৭ কেজি ভেজাল পশু খাদ্য জব্দ করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজনকে ১৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে চক নাজিরপুর মধ্যপাড়ায় অবৈধ মাটি বিক্রয়ের জন্য জালাল উদ্দিন নামে একজনের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং খাদ্যপণ্য নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111