রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ ২০২৫) ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম প্রমুখ।
এ সময় লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারীর (পিএফএম) নেতৃত্বে বিভিন্ন অগ্নিকাণ্ডে উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার ও লালপুর থানার অফিসার ইনচার্জ তাঁরা নিজেরা অগ্নিনির্বাপন মহড়ায় অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111