হানিফ উদ্দিন সাকিবঃ
‘আসুন অসহায় রোজাদারের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে হাতিয়ায় অসহায় রোজাদার পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে ব্যতিক্রমী এক আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা মানবিক ইউনিট।
সোমবার (১০ মার্চ) সকালে হাতিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড শূন্যচর গ্রামের আলতাফ হাজীর বাজার সংলগ্ন মাঠে ইফতার, নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা মানবিক ইউনিট পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় রোজাদার পরিবারের মাঝে এক মাসের বাজার প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নেয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তালিকা করে অর্ধশত পরিবারকে ইফতার, নিত্য প্রয়োজনীয় বাজার ও ঈদ সামগ্রী প্রদান করেন।
প্রতিটি পরিবারকে একমাসের বাজার হিসেবে ২৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ১ কেজি রসুন, ২ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি চিনি, ২ প্যাকেট নুডলস, ২ কেজি মুড়ি, ১ কেজি খেঁজুর, সহ হলুদ, মরিচ, লাচ্ছি সেমাই, বারমিছিলি সেমাই ও ঈদ উপহার হিসেবে ১ টি শাড়ি প্রদান করা হয়।
আলোকবর্তিকা মানবিক ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আজমির হোসেন বলেন, আমাদের সংগঠনটি গৃহহীন পরিবারের ঘর নির্মান, অর্থ সহায়তা প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সময় হাতিয়ায় অসহায় দরিদ্র পরিরারের পাশে দাড়িয়েছে। তারই অংশ হিসেবে আমাদের আজকের এ আয়োজন। রমজান মাসে অনেকে শুধু ইফতার সামগ্রী দিয়ে থাকে, আর কোন খোঁজ খবর রাখেনা। আমরা একটি পরিবারের পুরো একমাসের বাজার এবং ঈদ উপহার প্রদান করেছি। যাতে অসহায় পরিবারটি নিশ্চিন্তে ইবাদত বন্দেগী করতে পারে।
তিনি আরো বলেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী প্রকল্প এবং গৃহহীনতের গৃহ নির্মাণ প্রকল্প পূনরায় শুরু করছি। যারা আমাদেরকে এ মহান কাজে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানায়। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনগুলোতে আমাদের মানবিক কাজ গুলো অব্যাহত রাখতে পারি। আমরা সকল দাতা সদস্যদের দান সঠিক খাতে ব্যয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111